Auto Ads 1

ব্যবসায় বরকত লাভের দোয়া

বরকত লাভের দোয়া
দৈনন্দিন কাজ-কর্ম, চাকুরী, ব্যবসা-বানিজ্যে অনেকে মনে করেন, কোন উন্নতি নেই । যে কাজে হাত দেন, সে কাজেই কোন না কোন বাধা এসে যায়। অথবা কোন ঝামেলায় কাজটি আটকে যায়। পরিকল্পনা মাফিক কোন কাজই শেষ হয় না।
আবার, আপনি হয়তো ব্যবসা করছেন, অথচ কোন উন্নতি হচ্ছে না। ব্যবসায় লোকসান হচ্ছে। অথবা আপনার পন্য বা সেবা বিক্রী হচ্ছে না। অথবা এমন কিছু উদ্ভট খরচ এসে যাচ্ছে, যার কারনে আপনি লাভ ঘরে তুলতে পারছেন না। দিনদিন লোকসানের পাল্লা ভারি হচ্ছে। আপনি ঋণগ্রস্থ্য হয়ে যাচ্ছেন।

লেখাপড়া ও দিনের অন্যান্য কাজে দীর্ঘ সূত্রিতা এসে যাচ্ছে। অফিসের কাজ-কর্ম ঠিকভাবে করতে পারছেন না। সহকর্মীদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে।

যারা এমন সমস্যার মধ্যে আছেন, নিচের আমলটি তারা করতে পারেন। পাঁচ ওয়াক্ত নামায নির্দিষ্ট সময়ে নিয়মিত আদায় করবেন। আর নিয়মিত আমলটি করলে আশা করা যায়, আল্লাহর রহমতে আপনি উপকৃত হবেন।

ইসলাম
ব্যবসা
দোয়া

Post a Comment

0 Comments

Ads 4