Auto Ads 1

চুয়াডাঙ্গা জেলার নাম করন ও দর্শনীয় স্থান সমূহের নাম

দর্শনীয় স্থান ও স্থপনা


চুয়াডাঙ্গা জেলার নামকরনের ইতিহাস

গ্রীক ঐতিহাসিকদের মতে এ এলাকাতেই বিখ্যাত গঙ্গারিডাই রাজ্য অবস্থিত ছিল। গাঙ্গেয় নামক একটি শহরও এ চুয়াডাঙ্গায় অবস্থিত ছিল বলে শোনা যায়।

চুয়াডাঙ্গার নামকরণ সম্পর্কে কথিত আছে যে, এখানকার মল্লিক বংশের আদিপুরুষ চুঙ্গো মল্লিকের নামে এ জায়গার নাম চুয়াডাঙ্গা হয়েছে। ১৭৪০ খ্রিষ্টাব্দের দিকে চুঙ্গো মল্লিক তাঁর স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলার সীমানার ইটেবাড়ি- মহারাজপুর গ্রাম থেকে মাথাভাঙ্গা নদীপথে এখানে এস প্রথম বসতি গড়েন। ১৭৯৭ সালের এক রেকর্ডে এ জায়গার নাম চুঙ্গোডাঙ্গা উল্লেখ রয়েছে। ফারসি থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় উচ্চারণের বিকৃতির কারণে বর্তমান চুয়াডাঙ্গা নামটা এসেছে। চুয়াডাঙ্গা নামকরণের আরো দুটি সম্ভাব্য কারণ প্রচলিত আছে। চুয়াডাঙ্গা নামকরণের আরো দুটি সম্ভাব্য কারণ প্রচলিত আছে। চুয়া < চয়া চুয়াডাঙ্গা হয়েছে।

অবস্থান
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাকা চুয়াডাঙ্গা জেলা। উত্তর-পূর্বে কুষ্টিয়া, দক্ষিণ-পূর্বে ঝিনাইদহ, উত্তর-পশ্চিমে মেহেরপুর, এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। মাথাভাঙ্গা, ভৈরব, কুমার ও নবগঙ্গা নদীর সমৃদ্ধ অববাহিকায় গড়ে ওঠা এই চুয়াডাঙ্গা জেলা।আয়তনে খুব বড় না হলেও এই জেলায় রয়েছে ঐতিহাসিক ছোটো বড় অনেক পর্যটক কেন্দ্র । এখানে রয়েছে কেরু এন্ড কোং এর মত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। । এই জেলাটি বাংলাদেশের রাজধানী ঢাকা হতে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।চুয়াডাঙ্গা শহর চুয়াডাঙ্গা জেলার প্রানকেন্দ্র এবং একটি মধ্যম মানের শহর। চুয়াডাঙ্গা শহরটি মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত। এ শহরে ৯ টি ওয়ার্ড এবং ২১১ টি মহল্লা আছে। এটি একটি 'এ গ্রেড'এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আয়তনের পৌরসভা। পৌরসভা ১৯৭২ সালে ২০শে জানুয়ারী প্রতিষ্ঠিত হয়। শহরের আয়তন ৩৮ বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা ৪,১১,৯৭৭; যার মধ্যে পুরুষ ৪৯.৯৯% এবং মহিলা ৫০.০১%। শহরের জনসংখ্যার ৯৯% ই শিক্ষিত।


  • তিন গম্বুজবিশিষ্ট চুয়াডাঙ্গা বড় মসজিদ. চুয়াডাঙ্গা ( বিঃ দ্রঃ এটা আমাদের এলাকায় )
  • ঘোলদাড়ি জামে মসজিদ (১০০৬ খ্রিষ্টাব্দ) - আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামে.
  • তিয়রবিলা বাদশাহী মসজিদ - আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রাম.
  • ঠাকুরপুর মসজিদ.
  • শিবনগর মসজিদ.
  • হাজারদুয়ারি স্কুল - দামুড়হুদা.
  • জামজামি মসজিদ.
  • নীলকুঠি - কার্পাসডাঙ্গা ও ঘোলদাড়ি.
  • পাঁচ কবর- হৈবতপুর-মদনা(মুক্তিযুদ্ধে ৫ জন শহীদ হন)
  • আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন - ব্রিটিশ আমলে নীলকুঠি হিসেবে ব্যবহৃত হত.
  • খাজা মালিক উল গাউস -এর মাজার - তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রাম ।
  • রাখাল শাহ এর মাজার।
  • নাটুদহের আট কবর - মুক্তিযুদ্ধে শহীদ আটজন বীর মুক্তিযোদ্ধার কবর.
  • কেরু এন্ড কোম্পানি এন্ড ডিস্টিলারি - দর্শনা.
  • গণকবর ধোপাখালী ।মনোহরপুর ইউনিয়ন
  • কুমারী সাহা জমিদার বাড়ি
  • কাশিপুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত জমিদার বাড়ি।
  • পুলিশ পার্ক - পুলিশ সুপার-এর কার্যালয় সংলগ্ন.
  • শিশু স্বর্গ - ফেরি ঘাট রোড ।
  • ডি সি ইকো পার্ক - তালশারি , কার্পাসডাঙ্গা ।
  • মেহেরুন পার্ক - ইব্রাহিমপুর , ভালাইপুর , চুয়াডাঙ্গা ।

চুয়াডাঙ্গা জেলার শিক্ষা প্রতিষ্ঠান পরিসংখ্যান
  • বেসরকারি বিশ্ববিদ্যালয় ০১ টি
  • মহাবিদ্যালয় ১৯টি
  • মাধ্যমিক বিদ্যালয় ১৪০টি
  • সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৪৫ টি
  • মাদ্রাসা ৩৯ টি
  • পলিটেকনিক ইন্সটিটিউট ০৫ টি
  • যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ০১ টি
  • টিটিসি ০১ টি
  • পিটিআই ০১ টি
নদীঃ

  • মাথাভাঙ্গা,
  • ভৈরব,
  • কুমার,
  • চিত্রা,
  • নবগঙ্গা

Post a Comment

2 Comments

Ads 4