Auto Ads 1

ব্যাবসা আইডিয়া ও ব্যাবসার সফলতা ২০২১

ব্যাবসা শুরুর নতুন অধ্যায়




সততা ,আত্ববিশ্বাস এবং আল্লাহর উপর ভরসায় পারে আপনাকে সাফল্যের উচ্চ থেকে উচ্চতম সিড়িতে ওঠাতে,

আপনি কি বিক্রি করবেন বা আপনার কি কোনো প্রডাক্ট আছে ??? সেটা আগে ভাবুন !

এবং সেই পন্যটি কোথায় বিক্রি হয় বা আপনি কোথায় বিক্রি করবেন সেই বিষয়েও খোজ খবর নিন

দরকার হলে ভাবার জন্য কোনো এক নিরিবিলি পরিবেশে একাকী বসে সূদূর আকাশের দিকে তাকিয়ে ভাবুন । তারপর বাছায় পর্ব শেষ করুন।

এবং একইসাথে ভাবুন আপনার কোম্পানির সুন্দর একটি নাম দেয়ার বেপারে।

প্রডাক্ট বাছায় হয়ে গেলে ।সেই প্রডাক্ট টি তৈরি করুন ।যদি সেটা হয় আপনার তৈরি পন্য,আর যদি সেটা না হয় ,তাহলে আপনার বাছায় কৃত প্রডাক্টটি কিনুন,এবং পন্যটির গুনগত মান যাচায় করুন, সেটা ভালোভাবে প্যাকেটজাত করুন ,এবং সেই প্যাকেটের গায়ে নিজের আপনার কোম্পানির লোগো ও কোম্পনির নাম দিন,

সবকিছু ভাল্ভাবে সম্পুর্ন হলে


এবার আপনার জানাশোনা কিছু দোকানে সেই পন্যটি নিয়ে যান ,এবং তাদেরকে আপনার পন্যের বেপারে বিস্তারিত বলুন ,পন্যটির গুনগত মান সম্পর্কে বুঝিয়ে দিন।তারপর আপনার পন্য নেয়ার বেপারে বলুন এবং পন্যটি ব্যাবসায়ীর দোকানে রেখে বিক্রি করতে বলুন।

পন্যটি বিক্রি করতে ,অবশ্যয় আপনাকে কিছু ট্রিক্স ব্যবহার করতে হবে ,বা ওই ব্যাবসায়ীরও সুযোগ সুবিধা দেয়ার বেপারে আপনাকে অবশ্যয় ভাবতে হবে , যেনো ওই ব্যাবসায়ী আপনার পন্যটি বিক্রি করতে উতসাহী হোন।

তাহলে কি করতে হবে আপনার ??

ব্যাবসার প্রথম পর্যায়ে আপনাকে লাভ কম করতে হবে ,

ধরুন পন্যটির খুচরা মুল্য ১০০ টাকা ,

আপনি দোনাকদার ভাইয়ের কাছে দিবেন ৯০ টাকায় ।

ধরুন ,১০০ টাকার পন্যটি দোকান পর্যন্ত পৌছাতে আপনার খরচ ৭০ টাকা , আপনার লাভ হচ্ছে ২০ টাকা ।

এখন আপনার করোনীয় হচ্ছে পণ্যটির বিক্রয় বাড়ানো যায় কিভাবে সেটায় ভাবা।

তাহলে আপনাকে ,দোকানী ভাইকে বলুন ।এই পন্যটি যদি আপনি নগত কিনেন তাহলে আমি আপনাকে ৭৫ টাকায় দিবো । আর যদি আপনি বাকি কিনেন তাহলে নেবো ৯০ টাকা ,

দোকানী ভাই যদি বাকিতেও কিনে তাহলেই আপনাকে দোকানী ভাইকে সূযোগ সুবিধা দিতে হবে ,

তাহলে কি করনীয় আছে আপনার?

এখানেও আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে ।

বুদ্ধিটি হলো,

দোকানী ভাইকে বলুন আপনি যদি পন্যটি ২ দিনের মধ্যে বিক্রি করতে পারেন , তাহলে পন্যটি দিবেন মাত্র ৮০ টাকায়,

দোকানী ভাইকে আরোও বলুন ,আবার যদি পন্যটি ৫ দিনের মধ্যে বিক্রি করেন তাহলে দিবেন ৮৫ টাকায়,আর যদি ১০ দিন পার হয় তাহলে ফিক্সড ৯০ টাকা ,

এইভাবে দোকানী ভাইকে বললে লাভ বেশি হওয়ার কারনে আপনার পন্যটি বিক্রি করতে তিনিই কাষ্টমারকে উতসাহী করবেন ,

এইভাবে যদি শুরুটা করতে পারেন ,দেখবেন খুব তাড়াতাড়ি উন্নত হবে আপনার ব্যাবসা।

সততা,আত্ববিশ্বাস আর আল্লাহর উপর ভরসা রাখুন দেখবেন সফলতা আসবেই আসবে একদিন।।

Post a Comment

0 Comments

Ads 4