Auto Ads 1

সফল হওয়ার ১১ টি সেরা উপায়

The best way to succeed

সফল হওয়ার সেরা উপায়

জীবনে সফলতা পাওয়ার জন্য অবশ্যয় পরিশ্রম  করতে হবে । পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া সম্ভব না।

তাই আজ আমি আপনাদের কোনো উপদেশ দেবো না ,কিন্তু সফল হওয়ার জন্য যে নিয়ম গুলো মানতে হবে সেগুলো নিয়ে আলোচনা করবো বা কিছু কথা বলবো । যে কথা গুলো মেনে চলতে পারলে আল্লাহর রহমতে  আপনিও সফল হবেন ।

সফল ব্যক্তিগন তাদের জীবন চলার পথে যেভাবে  দৈনন্দিন নিয়ম মেনে চলেন , আজ আমি সেই বিষয়ের উপর সেরা কিছু  উক্তি বা জীবন বদলে দেওয়ার মতো ১১ টি বিষয় তুলে ধরবো আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক সেরা থেকেও সেরা জীবন বদলানোর সেই মুল্যবান কথা গুলো ।

১ / সফলতা পেতে ধৈর্য্য ধরুন !
  • জীবনে সফল হতে হলে আপনাকে ধৈর্য্যশীল হতে হবে । যার  ধৈর্য্য নেই তার পক্ষে সফলতা অর্জন করা বা সফল একজন ব্যক্তিত্বে পরিনত হওয়া সম্ভব নয়। ধৈর্য্য না ধরে অল্প সময়ে বা এক মুহুর্তেই সফলতা পাওয়া যায়না ।
  • জীবনে নানান বাধা বিপত্তি আসবেই তাইবলে ভেঙে পড়লে চলবেনা । অতি ঝড়-বৃষ্টিতেও যেমন অনেক গাছ দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি ভাবেই আপনাকেও দাঁড়িয়ে থাকার আপ্রান চেষ্টা করতে হবে । তবেই সফলতার মুখ দেখা যাবে ।
  • সমস্যা আসলে ভেঙে পড়বেননা বরং ধৈর্য্য ধরে সমাধান খুজুন । একমাত্র ধৈর্য্যই পারে সফলতা উচ্চতর সিড়িতে পৌছে দিতে ।
  • একটা কথা সবসময় মাথায় রাখা জরুরী - সততা, মেধা ও আত্ববিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে আল্লাহর রহমতে সফলতাও আসবে একদিন ।

২ / নিজেকে গুরুত্ব দিন !

সফল হতে হলে যে কাজটি আপনাকে অবশ্যয় করতে হবে সেটি হলো নিজেকে গুরত্ব দিতে হবে।অর্থাৎ আপনার মধ্যে কি কি গুনাবলী আছে সেগুলোকে আগে খুজে বাহির করতে হবে । তাই আর দেরি না করে আজই খুজে বাহির করুন আপনার সততায় ঘেরা সেই গুনাবলি গুলো এবং খুজে বাহির করুন আপনার খারাপ দিক গুলোও ।

👇খুজে বাহির করুন আপনার গুনাগুন !👇

  • আপনার দক্ষতা
  • আপনার ভিতরে থাকা ভালো দিকগুলি 
👇খুজে বাহির করুন আপনার খারাপ দিক গুলো ! 👇
  • সারাদিন আপনার সময় বেশি নষ্ট হয় সেই দিক গুলি ।
  • কোন কোন কাজ গুলোয় আপনার মনোযোগ বেশি যায় এবং সেই কাজ গুলো লিখে রাখুন ।
  • সময়ের অপচয় হয় এমন দিকগুলো খুজুন ।

৩ / বই পড়ুন নিজের জ্ঞ্যান কে সমৃদ্ধি করুন , জ্ঞ্যান অর্জনই পারে আপনার জীবন বদলাতে !
  • নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলুন ।
  • প্রতিদিন অন্তত এক ঘন্টা হলেও বই পড়ুন ।
  • প্রতিদিন রাতে ঘুমানোর আগে কমপক্ষে ৩০ মিনিট বই পড়ুন এবং সকালে ঘুম থেকে উঠে  ৩০ মিনিট বই পড়ুন ।
  • শারিরিক ভাবে বেড়ে ওঠার জন্য মানুষের লাগে খাবার আর ব্রেইনকে সমৃদ্ধ করার জন্য লাগে বই ,তাই আবারো বলি জ্ঞ্যান সমৃদ্ধি করতে বই পড়ুন ।

৪ / সঠিক নিয়মে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন !
  • নিয়মিত ও সঠিক নিয়মে পুষ্টিকর খাবার খান ।
  • শরিরের কথা বিবেচনা করে খাবার খেতে হবে , প্রয়োজন অতিরিক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেননা ।
  • যথাসম্ভব তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন ।
  • রাতে ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে খাবার খেয়ে নিন ।

৫ / হটাত করেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেননা - ধিরে ধিরে নিজেকে পরিবর্তন করুন !
  • পরিবেশের সাথে মানিয়ে চলার চেষ্টা করুন ।
  • আপনি যদি খুব বেশি পরিমান সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে থাকেন , তাহুলে অবশ্যয় সেটা কমাতে হবে -ধিরে ধিরে সোশ্যাল মিডিয়া ব্যবহার কমিয়ে দিন ।
  • সময়ের মুল্য দিন- মনে রাখবেন সময়ের মুল্য অপরিসীম - তাই সময়কে কাজে লাগান । সবাই বলে টাকা দিয়ে  সব কিছুই কেনা যায় আসলে এটা ভুল । সময় দিয়ে যা কেনা যায় টাকা দিয়ে সেটা কখোনই কেনা যায়না । সময়কে গুরুত্ব দিন ,সময় আপনাকে মেধাবী করে গড়ে তুলবে ।
  • সর্ট টাইমের পরিকল্পনা না করে  লং টাইমের পরিকল্পনা করুন এবং ধিরেধিরে এগিয়ে যান ।

৬ / নিয়মিত শরির চর্চা করুন অর্থাৎ নিয়মিত ব্যায়াম করুন !
  • প্রতিদিন ফজর আযানের সময় ঘুম থেকে উঠুন অর্থাৎ ভোরে ঘুম থেকে উঠুন,নামাজ পড়ুন
  • ভোরের বাতাস শরিরে লাগান একটু হাটাহাটি করুন ।
  • শরির ভালো রাখতে হলে অবশ্যয় ব্যায়াম করুন , শরির ভালো রাখতে ব্যায়াম অনেক গুরুত্বপুর্ন ভুমিকা রাখে ।
  • প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অন্তত ৩০ মিনিট মেডিটেশন করুন ,মেডিটেশন মনকে পরিবর্তন করে এবং মেধা বৃদ্ধি হতে কার্য্যকরি ভুমিকা রাখে ।

৭ / বাইরে কোথাও ঘুরে আসুন - নিয়মিত অন্তত একবার হলেও প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করুন !
  • প্রত্যেকটা মানুষের জীবনে দুখ-কষ্ট থাকবে এটাই সাভাবিক ,তাইবলে আনন্দ থেকে দূরে থাকলে চলবেনা।মানুষের জীবনে হাসি-আনন্দ থাকাটাও অতিবো জরুরী । প্রকৃতির প্রতি ভালোবাসা থাকতে হবে, প্রকৃতির আলো-বাতাস মনকে উতফুল্য রাখে । মনটাকে পরিশুদ্ধ রাখার জন্য ও হৃদয়টাকে  উদার করার জন্য কিছুটা সময় খোলা আকশের নিচে একাকী সময় কাটানো আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন । সম্ভব হলে প্রতিদিন বিকালে কিছুটা সময় বাইরে থেকে ঘুরে আসুন ।  
  • অযথা ঘন্টার পর ঘন্টা ঘুরাঘুরি করবেননা ।

৮ /  জীবন-যুদ্ধে চলার পথে ঘটে যাওয়া কঠিন বাস্তবতাকে মেনে নিন !
  • প্রত্যেকটা মানুষের জীবনে নানান সমস্যা থাকবেই , মেনে নিতে শিখুন সবকিছু । আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য কখোনোই নিজের পরিবারকে দোষারোপ করবেননা ।
  • নিজের পরিবেশ ও এই সমাজের সবিকিছুই যে মনের মতো হবে এটা ভাবাও বোকামী । নিজের পরিবেশ পরিস্থিতি ,নিজের আর্থিক সমস্যা বা নিজের সই-সম্বল সবকিছু্কেই মেনে নিন ।
  • শুধু এটাই মনে রাখবেন আজকে আমি যা আছি কালকে সেটার পরিবর্তন ঘটাতে হবে এবং এই পরিবর্তন নিজেকেই করতে হবে । সৎ চিন্তা ভাবনা নিয়ে ও লক্ষ নির্ধারণ করে এগিয়ে যেতে হবে আপনাকেই ।


৯ / নেশা থেকে দূরে থাকুন - নেশা বলতে বিড়ি সিগারেট মদ গাজা শুধু এটা না কিন্তু, এছাড়াও বড় নেশা আছে !

  • সোশ্যল মিডিয়া আসক্ত হলে এখান থেকে বেরিয়ে আসুন ,ধিরে ধিরে সোশ্যাল সাইট গুলো ব্যাবহার কমিয়ে দিন , সম্ভব হলে একেবারেই বয়কট করুন ।
  • তবে Linkedin ,Quora, Pinterst, Reddit , এগুলো ব্যবহার করতে পারেন । Instagram, Twtter অল্পকিছু সময় ব্যবহার করতে পারেন । কিন্তু ফেসবুক ব্যবহার থেকে অবশ্যয় দূরে থাকুন । আর বাকি থাকলো Youtube , প্রয়োজনে ইউটিউব ব্যবহার করতে পারেন , কোনো কিছু শেখার জন্য । 
  • অযথা সময় নষ্ট হয় এমন ধরনের আড্ডা বা মোবাইল কিংবা কম্পিউটার ঘাটাঘাটি এবং গেম খেলা পরিহার করুন ।

১০ / লেখালেখির অভ্যাস তৈরি করুন !

দৈনন্দিন কাজের একটা রুটিন তৈরি করুন । এবং সেটা ফলো করে রুটিন মাফিক প্রত্যেকটা কাজ সম্পুর্ন করার চেষ্টা করুন ।
  • সকালে কখন ঘুম থেকে উঠবেন , রাতেই সেটি লিখে রাখুন।
  • রাতে কখন ঘুমাবেন সেটাও লিখে রাখুন  ।
  • সকালের নাস্তা কয়টাই করবেন দুপুর ও রাতের খাবার কখন খাবেন সেটাও লিখে রাখুন ।
  • মোটিভেশনাল পোষ্ট পড়ুন এবং প্রতিদিন নিজেও কিছু মোটিভেশনাল কথা-বার্তা একটা ডায়েরিতে লিখুন । 
  • রুটিন মাফিক কাজ শেষ করার পর, সম্ভব হলে কাজটি  যেভাবে সম্পুর্ন করেছেন সংক্ষিপ্ত আকারে লিখুন ।

হাসিখুশি থাকতে চাইলে এটাও পড়তে পারেন সবসময় হাসি-খুশি থাকার মুলমন্ত্র ! Happy to Smile


১১ /  সমস্যার সমাধান করে এগিয়ে যেতে হবে !
  • জীবনে সফলতার উচ্চতর শিড়িতে পৌছাতে চাইলে , আপনাকে কঠিন থেকে কঠিনতরো সমস্যার সামধান করেই সফলতার উচ্চতর সিড়িতে পৌছাতে হবে বা সলফলতা অর্জন করতে হবে।
আপনার আশে-পাশে অনেক মানুষ পাবেন যারা প্রতিনিয়ত সময়কে নষ্ট করে এবং সময় নষ্টকারি ব্যক্তিই কাজ করা মানুষ গুলোর সময় নষ্ট করে দেই ।

প্রতিটা সময় টাকার চাইতেও বেশি মুল্যবান হয় । মনে রাখবেন টাকা খরচ করতে বেশি সময় লাগেনা কিন্তু টাকা উপার্জন করতে অনেক সময় লাগে ।

Post a Comment

1 Comments

Ads 4